নলকূপ বরাদ্দ প্রাপ্তির জন্য প্রথমে জনসাধারণকে স্থানীয় মাননীয় সংসদ সদস্য/ উপজেলা পরিষদ চেয়ারম্যান/ ইউনিয়ন চেয়ারম্যান বরাবর আবেদন দাখিল করতে হয়। প্রধান কার্যালয়/ প্রকল্প কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট উপজেলায় বরাদ্দ প্রদান করা হলে মাননীয় সংসদ সদস্য/ ইউনিয়ন ওয়াটসান কমিটি / উপজেলা ওয়াটসান কমিটির মাধ্যমে বা সংশ্লিষ্ট প্রকল্পের পরিপত্র অনুযায়ী স্থান চুড়ান্ত করা হয় । স্থান চুড়ান্ত করার পর তত্ত্বাবধায়ক নির্দিষ্ট পরিমাণ সহায়ক চাঁদা অত্র দপ্তরে প্রদান করতে হয়। সহায়ক চাঁদা প্রাপ্তি সাপেক্ষে ঠিকাদার কর্তৃক প্রয়োজীয় মালামাল অত্র কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের নিকট সরবরাহ করা হয় এবং ঠিকাদার কর্তৃক নলকূপ স্থাপন , নলকূপ ডেভেলপমেন্ট , পানি পরীক্ষা ও প্লাটফর্ম নির্মাণের পর তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়।
* সহায়ক চাঁদা ব্যাংক ডিডি / চালান আকারে উপজেলা কার্যালয়ে প্রদান করতে হয় ।
*সহায়ক চাঁদার বাইরে কোন প্রকার অর্থ লেনদেন অবৈধ ও আইনত দন্ডনীয়।
* সহায়ক চাঁদার বাইরে তত্ত্বাবধায়ক কে অন্য কোন কারণে (যেমনঃ পাটাতন নির্মাণ , মালামাল পরিবহণ, অতিরিক্ত ফিল্টার ক্রয় , খাওয়া বা যাতায়াত ভাতা ও অন্যান্য ) অর্থ ব্যয় করতে হয় না ।
নলকূপের সহায়ক চাঁদার পরিমাণঃ
নং | নলকূপ/পানির উৎস | সহায়ক চাঁদার পরিমাণ | ||
|
ধরণ | গভীরতা | অংকে | কথায় |
০১ | ০৬ নং হস্তচালিত পাম্পযুক্ত অগভীর নলকূপ | ২৫০ ফুট পর্যন্ত | ১৫০০/- | এক হাজার পাঁচশত টাকা
|
০২ | ০৬ নং হস্তচালিত পাম্পযুক্ত অগভীর তারা নলকূপ
|
২৫০ ফুট পর্যন্ত
|
২৫০০/- | দুই হাজার পাঁচশত টাকা
|
০৩ | ০৬ নং হস্তচালিত পাম্পযুক্ত গভীর নলকূপ
|
২৫০ ফুটের অধিক | ৭০০০/- | সাত হাজার টাকা
|
০৪ | সাবমার্জিবল পাম্প ও জলাধার সহ অগভীর নলকূপ | ২৫০ ফুট পর্যন্ত | ৭০০০/- | সাত হাজার টাকা
|
০৫ | সাবমার্জিবল পাম্প ও জলাধার সহ গভীর নলকূপ
|
২৫০ ফুটের অধিক
|
১০০০০/- | দশ হাজার টাকা |
০৬ | সকল প্রকার রিং ওয়েল | - | ৩৫০০/- | তিন হাজার পাঁচ শত টাকা
|
০৭ | রেইন ওয়াটার হারভেষ্টিং ইউনিট | - | ১৫০০/- | এক হাজার পাঁচ শত টাকা |
০৮ | সোলার পিএসএফ | - | ৭০০০/- | সাত হাজার টাকা |
০৯ | পিএসএফ | - | ৪৫০০/- | চার হাজার পাঁচশত টাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস