Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Hand Washing Day-2022 and National Sanitation Month-2022 celebrated At Mohongonj
Details

মোহনগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ ও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে আজ( ৩০ অক্টোবর ২০২২ ) সকাল ১১.০০ টায় মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে এই দিবস উৎযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছাব্বির আহমেদ আকুঞ্জি। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব শাহাদত হোসেনের সঞ্চালনায় এতে আরো  বক্তব্য রাখেন  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব  আব্দুর রহিম মিয়া ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের  আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা, মোহনগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি ,এনজিও  সংস্থা  এফআইডিবির  উপজেলা প্রতিনিধি সহ  আরো অনেকে। সভায় বক্তারা হাত ধোয়া দিবস ও উন্নত স্যানিটেশনের  গুরুত্ব তাৎপর্য নিয়ে  আলোচনা করেন।আলোচনা  সভার পরে হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতা মূলক  র‌্যালি বের করা হয়।

 

Attachments
Publish Date
30/10/2022
Archieve Date
30/11/2022